বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ভিয়েতনামি নারিকেল দিনাজপুরের পল্লীতে

দিনাজপুর প্রতিনিধি

ভিয়েতনামি নারিকেল দিনাজপুরের পল্লীতে

পল্লীগ্রামের পরিত্যক্ত জমিতে উন্নত ফলনশীল ভিয়েতনামি নারিকেল চাষে সফলতায় বাণিজ্যিক ভিত্তিতে চাষ করে ফল ও চারা বিক্রি করছেন দিনাজপুরের কাজী আবু সায়াদ চৌধুরী। নারিকেল গাছ অন্যতম প্রয়োজনীয় ও জীবনের গাছ হিসেবে খ্যাত। এটি মানুষের খাদ্য, জ্বালানি, প্রসাধনী, ভেষজ ওষুধ সরবরাহসহ নানাবিধ কাজে ব্যবহার করা হয়। নারিকেলের বিভিন্ন জাত হলেও এর মধ্যে অন্যতম ভিয়েতনাম জাতের নারিকেল। আর এ ভিয়েতনাম জাতের নারিকেল বাণিজ্যিক ভিত্তিতে চাষ করে ফল ও চারা বিক্রি করে আর্থিকভাবে সফলতা পেয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চৌধুরী গোপালপুর গ্রামের কাজী আবু সায়াদ চৌধুরী। উপযুক্ত পরিচর্যা করলে একটি গাছ থেকে প্রতি বছর প্রায় ২৫০টি নারিকেল পাওয়া যায়। উন্নত এ জাতের সম্প্রসারণ করা গেলে দেশে নারিকেলের উৎপাদন প্রায় তিনগুণ বৃদ্ধি পাবে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। কাজী আবু সায়াদ চৌধুরী ২০১৬ সালে ঘোড়াঘাট উপজেলার বিলপাড়া গ্রামের পরিত্যক্ত পুকুর পাড়ের জমিতে ভিয়েতনামি জাতের ৫০টি চারা লাগান। চারা লাগানোর তিন বছর পর ২০১৯ সালে প্রতিটি গাছে ফুল আসা শুরু হয়। ফুল আসার ছয়-সাত মাস পর ডাব এবং নারিকেল পান তিনি। এখন বছরে একবার তিনি ডাব ও নারিকেল পাচ্ছেন। বর্তমানে তিনি দুই একর জমিতে দেড় শতাধিক এ নারিকেলের চাষ সম্প্রসারণ করেছেন। সেখানে ৫০টা গাছে ফল ধরছে আর বাকিগুলো তিনি চারা তৈরি করে বিক্রি করছেন।

একই সঙ্গে তিনি যেমন ডাব এবং নারিকেলের ফলন করছেন তেমনিভাবে তিনি নতুন চারা তৈরি করছেন। ফলে তার লাভ হচ্ছে দুইভাবে। ফল ও চারা বিক্রি করে।

সর্বশেষ খবর