শুক্রবার, ২ জুন, ২০২৩ ০০:০০ টা

শেয়ারবাজার নিয়ে আলাদা ঘোষণা নেই

নিজস্ব প্রতিবেদক

আগের বছরের ঘোষণা বহাল রেখে শেয়ারবাজারে বিনিয়োগ ও তালিকাভুক্ত কোম্পানির কর নির্ধারণ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে শেয়ারবাজারে নতুন কোনো কর আরোপ বা কর প্রত্যাহার করা হয়নি। করপোরেট কর হার নিয়েও কোনো বক্তব্য নেই বাজেটে। তাই অপরিবর্তিত রয়েছে করপোরেট করহার। গতকাল শেয়ারবাজারের চলমান সুবিধা বহাল রেখেই আসন্ন বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

করপোরেট করহার অপরিবর্তিত রেখে বাজেটে বলা হয়েছে, পরিশোধিত মূলধনের ১০ শতাংশের বেশি শেয়ার তালিকাভুক্ত কোম্পানির ২০ শতাংশ কর। ১০ শতাংশের কম শেয়ার তালিকাভুক্ত ও এক ব্যক্তির মালিকানা কোম্পানির ২২ দশমিক ৫০ শতাংশ কর দিতে হচ্ছে। তালিকাভুক্ত নয় এমন কোম্পানির ক্ষেত্রে ২৭ দশমিক ৫ শতাংশ কর দিতে হয়। তালিকাভুক্ত ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও মার্চেন্ট ব্যাংকের ওপর ৩৭ দশমিক ৫ শতাংশ কর আরোপ করা আছে। তালিকাভুক্ত মোবাইল ফোন কোম্পানিকে ৪০ শতাংশ ও অতালিকাভুক্ত প্রতিষ্ঠানের ওপর ৪৫ শতাংশ কর দিতে হবে। শেয়ারবাজারে বিনিয়োগে করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা এখনো ৫০ হাজার টাকা বহাল রয়েছে। ঘোষিত বাজেটে বন্ডের আয়ে কর সংক্রান্ত কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে কুপনযুক্ত বন্ডের আয় করমুক্ত হচ্ছে না।

সর্বশেষ খবর