মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ০০:০০ টা

করোনায় দুই ডেঙ্গুতে মৃত্যু একজনের

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজন এবং ডেঙ্গুজ্বরে একজনের মৃত্যু হয়েছে। গতকাল ৭৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০১ জন। এ বছর ডেঙ্গুতে মারা গেলেন ১৭ জন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৫০ জনে। এ পর্যন্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৭১৪ জনে। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০১ জনের মধ্যে ৮৭ জন ঢাকার বাসিন্দা। বাকি ১৪ জন ঢাকার বাইরের। এ বছর ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৭৭ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৮১ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯৬ জন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর