ঠাকুরগাঁওয়ে মিশ্র ফলের বাগান করে সাফলতা পেয়েছেন দুই ভাই। আর তাদের এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন ছুটে আসছেন অনেকেই। শখের বশে করা বাগান এখন ব্যবসায় রূপান্তরিত হয়েছে। অনেকেই তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এ ধরনের বাগান করার পরিকল্পনা করছেন। সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বাসিন্দা রাজু মিয়া ও আমিনুল ইসলাম। শখের বসে পাঁচ বছর আগে বাড়ির পাশে পড়ে থাকা ৭ শতক জমিতে গড়ে তোলেন মিশ্র ফলের বাগান। পরিবারের মানুষের জন্য পুষ্টিকর ও বিষমুক্ত ফল খাওয়ার আশায় বাগান করলেও এখন তা বাণিজ্যিক রূপ নিয়েছে। প্রায় ১ লাখ টাকা খরচ করে এই বাগানে বিভিন্ন জাতের ৮০-৯০টি ফলের গাছ রোপণ করেন। এখন পর্যন্ত এই বাগান থেকে ৩ লাখ টাকার ফল বিক্রি করেছেন তারা। আম, লটকন, কামরাঙ্গা, ডালিম, আঙুর, জাম্বুরা, কমলাসহ প্রায় ৯০টি ফল গাছ রয়েছে তাদের এই বাগানে। এ ছাড়া ৫০টি সুপারি গাছও রয়েছে বাগান ঘিরে। এলাকায় সফল বাগানি হিসেবে পরিচিতি লাভ করেছেন তারা। বাগান মালিক আমিনুল ইসলাম ও রাজু মিয়া বলেন, পরিবারের মানুষের জন্য পুষ্টিকর ও বিষমুক্ত ফল খাওয়ার আশায় করা হয়েছিল এই ফলের বাগান। তবে একটি সময় শখের বসে করলেও এখন তা বাণিজ্যিক রূপ নিয়েছে। অল্প খরচে লাভবান হয়েছেন তারা। ফল নিতে এসেছেন স্থানীয় বাসিন্দা ফারুক, ওমরসহ কয়েকজন। তারা জানান, বাসার পাশে পরিত্যক্ত জমি ব্যবহার করে এমন ফলবাগান করা যায় আগে যানা ছিল না। আমরা তাদের কাছে পরামর্শ নিয়েছি কীভাবে এমন বাগান করা যায়। সেই সঙ্গে এখান থেকে ফলও কিনে নিয়েছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক আলমগীর কবির বলেন, উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করে পতিত জমি চাষের আওতায় আনা গেলে পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি দেশের সামগ্রিক খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি।
শিরোনাম
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
মিশ্র ফলের বাগানে সাফল্য
আবদুল লতিফ লিটু, ঠাকুরগাঁও
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর