দেশের কৃষকের স্বার্থরক্ষায় পিঁয়াজ আমদানিতে শুল্ক আরোপের পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় আরও পদক্ষেপ নিতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে। একই সঙ্গে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে মতামত ও পরামর্শ চাইবে। বাণিজ্য মন্ত্রণালয়সূত্র জানান, কৃষক ভরা মৌসুমে যাতে ফসলের ন্যায্যমূল্য পান, সেজন্য পিঁয়াজ আমদানি নিয়ন্ত্রণের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৪ সালে যখন পিঁয়াজের বাজার অস্থির ছিল, পিঁয়াজের সংকট ছিল তখন আমদানি সহজ করার জন্য শুল্ক তুলে নেওয়া হয়েছিল। এ সুবিধা ১৫ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। স্থানীয় বাজারে গত বছরের অক্টোবর ও নভেম্বরে দেশি পিঁয়াজ প্রতি কেজি ১৪০-১৫০ টাকায় বিক্রি হয়। এখন ভরা মৌসুমে বাজারে পিঁয়াজের দাম কমেছে। ৪৫ থেকে ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত পিঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় পিঁয়াজ আমদানির ওপর যুক্তিসংগত শুল্ক আরোপের সুপারিশ করেছে। তিনি আরও বলেন, সরকার বিষয়টি সম্পর্কে নিশ্চিত করলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে প্রয়োজনীয় শুল্ক আরোপ করবে। সব ব্যবসায়ী ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থার জারি করা পিঁয়াজের আমদানির অনুমতির ভিত্তিতেই ঋণপত্র (এলসি) খুলছেন। ট্যারিফ কমিশনের একজন কর্মকর্তার মতে, এই গুরুত্বপূর্ণ পণ্যটির আমদানি নিয়ন্ত্রণের জন্য শুল্ক এবং অ-শুল্ক বাধাসহ বিভিন্ন টোল রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, শুল্ক আরোপের ফলে রমজানে পিঁয়াজের দাম বাড়তে পারে। সরকারের রোজার মাস বিবেচনা করা উচিত। এদিকে স্থানীয় কৃষক অভিযোগ করেছেন, উৎপাদন খরচ বিক্রয় মূল্যের চেয়ে বেশি হওয়ায় তাঁরা তাঁদের পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না। বাণিজ্য মন্ত্রণালয়ের মতে, বছরে দেশে পিঁয়াজের চাহিদা ২৬ থেকে ২৮ মেট্রিক টন, যার ৭৫ থেকে ৮০ শতাংশ স্থানীয় উৎপাদন দ্বারা পূরণ করা হয় এবং বাকিটা আমদানির মাধ্যমে মেটানো হয়। বাংলাদেশ মূলত ভারত থেকে পিঁয়াজ আমদানি করে। ভারত সরকার পিঁয়াজের রপ্তানি মূল্য কমিয়েছে। এটি প্রতি টন ৩০৫ ডলার নির্ধারণ করেছে। আগে ছিল ৪০৫ ডলার।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
আপডেট:
০০:৩২, শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
কৃষক বাঁচাতে পিঁয়াজ আমদানিতে শুল্ক
বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে কৃষি বিভাগ
শাহেদ আলী ইরশাদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর