দেশের কৃষকের স্বার্থরক্ষায় পিঁয়াজ আমদানিতে শুল্ক আরোপের পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় আরও পদক্ষেপ নিতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে। একই সঙ্গে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে মতামত ও পরামর্শ চাইবে। বাণিজ্য মন্ত্রণালয়সূত্র জানান, কৃষক ভরা মৌসুমে যাতে ফসলের ন্যায্যমূল্য পান, সেজন্য পিঁয়াজ আমদানি নিয়ন্ত্রণের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৪ সালে যখন পিঁয়াজের বাজার অস্থির ছিল, পিঁয়াজের সংকট ছিল তখন আমদানি সহজ করার জন্য শুল্ক তুলে নেওয়া হয়েছিল। এ সুবিধা ১৫ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। স্থানীয় বাজারে গত বছরের অক্টোবর ও নভেম্বরে দেশি পিঁয়াজ প্রতি কেজি ১৪০-১৫০ টাকায় বিক্রি হয়। এখন ভরা মৌসুমে বাজারে পিঁয়াজের দাম কমেছে। ৪৫ থেকে ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত পিঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় পিঁয়াজ আমদানির ওপর যুক্তিসংগত শুল্ক আরোপের সুপারিশ করেছে। তিনি আরও বলেন, সরকার বিষয়টি সম্পর্কে নিশ্চিত করলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে প্রয়োজনীয় শুল্ক আরোপ করবে। সব ব্যবসায়ী ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থার জারি করা পিঁয়াজের আমদানির অনুমতির ভিত্তিতেই ঋণপত্র (এলসি) খুলছেন। ট্যারিফ কমিশনের একজন কর্মকর্তার মতে, এই গুরুত্বপূর্ণ পণ্যটির আমদানি নিয়ন্ত্রণের জন্য শুল্ক এবং অ-শুল্ক বাধাসহ বিভিন্ন টোল রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, শুল্ক আরোপের ফলে রমজানে পিঁয়াজের দাম বাড়তে পারে। সরকারের রোজার মাস বিবেচনা করা উচিত। এদিকে স্থানীয় কৃষক অভিযোগ করেছেন, উৎপাদন খরচ বিক্রয় মূল্যের চেয়ে বেশি হওয়ায় তাঁরা তাঁদের পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না। বাণিজ্য মন্ত্রণালয়ের মতে, বছরে দেশে পিঁয়াজের চাহিদা ২৬ থেকে ২৮ মেট্রিক টন, যার ৭৫ থেকে ৮০ শতাংশ স্থানীয় উৎপাদন দ্বারা পূরণ করা হয় এবং বাকিটা আমদানির মাধ্যমে মেটানো হয়। বাংলাদেশ মূলত ভারত থেকে পিঁয়াজ আমদানি করে। ভারত সরকার পিঁয়াজের রপ্তানি মূল্য কমিয়েছে। এটি প্রতি টন ৩০৫ ডলার নির্ধারণ করেছে। আগে ছিল ৪০৫ ডলার।
শিরোনাম
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
আপডেট:
০০:৩২, শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
কৃষক বাঁচাতে পিঁয়াজ আমদানিতে শুল্ক
বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে কৃষি বিভাগ
শাহেদ আলী ইরশাদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর