দেশের কৃষকের স্বার্থরক্ষায় পিঁয়াজ আমদানিতে শুল্ক আরোপের পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় আরও পদক্ষেপ নিতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে। একই সঙ্গে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে মতামত ও পরামর্শ চাইবে। বাণিজ্য মন্ত্রণালয়সূত্র জানান, কৃষক ভরা মৌসুমে যাতে ফসলের ন্যায্যমূল্য পান, সেজন্য পিঁয়াজ আমদানি নিয়ন্ত্রণের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৪ সালে যখন পিঁয়াজের বাজার অস্থির ছিল, পিঁয়াজের সংকট ছিল তখন আমদানি সহজ করার জন্য শুল্ক তুলে নেওয়া হয়েছিল। এ সুবিধা ১৫ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। স্থানীয় বাজারে গত বছরের অক্টোবর ও নভেম্বরে দেশি পিঁয়াজ প্রতি কেজি ১৪০-১৫০ টাকায় বিক্রি হয়। এখন ভরা মৌসুমে বাজারে পিঁয়াজের দাম কমেছে। ৪৫ থেকে ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত পিঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় পিঁয়াজ আমদানির ওপর যুক্তিসংগত শুল্ক আরোপের সুপারিশ করেছে। তিনি আরও বলেন, সরকার বিষয়টি সম্পর্কে নিশ্চিত করলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে প্রয়োজনীয় শুল্ক আরোপ করবে। সব ব্যবসায়ী ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থার জারি করা পিঁয়াজের আমদানির অনুমতির ভিত্তিতেই ঋণপত্র (এলসি) খুলছেন। ট্যারিফ কমিশনের একজন কর্মকর্তার মতে, এই গুরুত্বপূর্ণ পণ্যটির আমদানি নিয়ন্ত্রণের জন্য শুল্ক এবং অ-শুল্ক বাধাসহ বিভিন্ন টোল রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, শুল্ক আরোপের ফলে রমজানে পিঁয়াজের দাম বাড়তে পারে। সরকারের রোজার মাস বিবেচনা করা উচিত। এদিকে স্থানীয় কৃষক অভিযোগ করেছেন, উৎপাদন খরচ বিক্রয় মূল্যের চেয়ে বেশি হওয়ায় তাঁরা তাঁদের পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না। বাণিজ্য মন্ত্রণালয়ের মতে, বছরে দেশে পিঁয়াজের চাহিদা ২৬ থেকে ২৮ মেট্রিক টন, যার ৭৫ থেকে ৮০ শতাংশ স্থানীয় উৎপাদন দ্বারা পূরণ করা হয় এবং বাকিটা আমদানির মাধ্যমে মেটানো হয়। বাংলাদেশ মূলত ভারত থেকে পিঁয়াজ আমদানি করে। ভারত সরকার পিঁয়াজের রপ্তানি মূল্য কমিয়েছে। এটি প্রতি টন ৩০৫ ডলার নির্ধারণ করেছে। আগে ছিল ৪০৫ ডলার।
শিরোনাম
- স্পিনে শুরু, পেসে শেষ: কোথায় জিতল বাংলাদেশ?
- এশিয়া কাপে থ্রিলার ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
- ছক্কার রাজা এখন তানজিদ হাসান তামিম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
আপডেট:
০০:৩২, শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
কৃষক বাঁচাতে পিঁয়াজ আমদানিতে শুল্ক
বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে কৃষি বিভাগ
শাহেদ আলী ইরশাদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর