দেশের কৃষকের স্বার্থরক্ষায় পিঁয়াজ আমদানিতে শুল্ক আরোপের পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় আরও পদক্ষেপ নিতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে। একই সঙ্গে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে মতামত ও পরামর্শ চাইবে। বাণিজ্য মন্ত্রণালয়সূত্র জানান, কৃষক ভরা মৌসুমে যাতে ফসলের ন্যায্যমূল্য পান, সেজন্য পিঁয়াজ আমদানি নিয়ন্ত্রণের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৪ সালে যখন পিঁয়াজের বাজার অস্থির ছিল, পিঁয়াজের সংকট ছিল তখন আমদানি সহজ করার জন্য শুল্ক তুলে নেওয়া হয়েছিল। এ সুবিধা ১৫ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। স্থানীয় বাজারে গত বছরের অক্টোবর ও নভেম্বরে দেশি পিঁয়াজ প্রতি কেজি ১৪০-১৫০ টাকায় বিক্রি হয়। এখন ভরা মৌসুমে বাজারে পিঁয়াজের দাম কমেছে। ৪৫ থেকে ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত পিঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় পিঁয়াজ আমদানির ওপর যুক্তিসংগত শুল্ক আরোপের সুপারিশ করেছে। তিনি আরও বলেন, সরকার বিষয়টি সম্পর্কে নিশ্চিত করলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে প্রয়োজনীয় শুল্ক আরোপ করবে। সব ব্যবসায়ী ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থার জারি করা পিঁয়াজের আমদানির অনুমতির ভিত্তিতেই ঋণপত্র (এলসি) খুলছেন। ট্যারিফ কমিশনের একজন কর্মকর্তার মতে, এই গুরুত্বপূর্ণ পণ্যটির আমদানি নিয়ন্ত্রণের জন্য শুল্ক এবং অ-শুল্ক বাধাসহ বিভিন্ন টোল রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, শুল্ক আরোপের ফলে রমজানে পিঁয়াজের দাম বাড়তে পারে। সরকারের রোজার মাস বিবেচনা করা উচিত। এদিকে স্থানীয় কৃষক অভিযোগ করেছেন, উৎপাদন খরচ বিক্রয় মূল্যের চেয়ে বেশি হওয়ায় তাঁরা তাঁদের পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না। বাণিজ্য মন্ত্রণালয়ের মতে, বছরে দেশে পিঁয়াজের চাহিদা ২৬ থেকে ২৮ মেট্রিক টন, যার ৭৫ থেকে ৮০ শতাংশ স্থানীয় উৎপাদন দ্বারা পূরণ করা হয় এবং বাকিটা আমদানির মাধ্যমে মেটানো হয়। বাংলাদেশ মূলত ভারত থেকে পিঁয়াজ আমদানি করে। ভারত সরকার পিঁয়াজের রপ্তানি মূল্য কমিয়েছে। এটি প্রতি টন ৩০৫ ডলার নির্ধারণ করেছে। আগে ছিল ৪০৫ ডলার।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
আপডেট:
০০:৩২, শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
কৃষক বাঁচাতে পিঁয়াজ আমদানিতে শুল্ক
বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে কৃষি বিভাগ
শাহেদ আলী ইরশাদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর