ভোট কারচুপি রোধে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) যুক্ত হচ্ছে নতুন আরেকটি ফিচার। কোন আঙুল চেপে ভোটযন্ত্রটি চালু করা হলো, সে তথ্যটি সংরক্ষিত থাকবে। আসন্ন ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন এবং চট্টগ্রাম সিটি নির্বাচনেই এ ফিচারটি যুক্ত করা হবে।
ইভিএমে দু’টো ইউনিটের একটি কন্ট্রোল ইউনিট, অন্যটি ব্যালট ইউনিট। কন্ট্রোল ইউনিটে আঙুলের ছাপ দিয়ে ভোটারকে তার ব্যালট ইউনিটটি চালু করতে হয়। কারও আঙুলের ছাপ ম্যাচ না করলে ভোটগ্রহণ কর্মকর্তা আইনে নির্ধারিত ক্ষমতা অনুযায়ী নিজের আঙুলের ছাপ ব্যবহার করে ব্যালট ইউনিট চালু করে দিতে পারেন।
এখন থেকে কে কোন আঙুল দিয়ে ব্যালট ইউনিট চালু করছেন, তা সংরক্ষিত হবে। একইসঙ্গে ভোটার নিজেই মনিটরে দেখতে পারবেন কোন আঙুলের ছাপ দিয়ে ব্যালট ইউনিট চালু করলেন।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান জানিয়েছেন, আগে কোন আঙ্গুল চেপে ইভিএম চালু করা হলো তা ইভিএমের মনিটরে প্রদর্শন করতো না। এখন থেকে সেটা দেখা যাবে, একইসঙ্গে তা সংরক্ষিতও থাকবে। ফলে এতে নিরাপত্তা আরও একধাপ বাড়লো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন