বিপ্লবী ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আজীবন বিপ্লবী কমরেড হায়দার আনোয়ার খান জুনো সম্প্রতি মৃত্যুবরণ করেন। ষাটের দশকের মধ্যভাগে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (মেনন) এর একজন প্রথম সারির নেতা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ১৯৭০ সালে সভাপতি নির্বাচিত হন। তিনি ১৯৭০ সালের ২১ ফেব্রুয়ারি ‘স্বাধীন গণতান্ত্রিক পূর্ব বাংলা’ ঘোষণার অন্যতম উদ্যোক্তা ছিলেন। ২৬ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় আলোচকবৃন্দ এ অভিমত প্রকাশ করেন।
বীর মুক্তিযোদ্ধা কমিউনিস্ট বিপ্লবী হায়দার আনোয়ার খান জুনো নাগরিক শোক সভা জাতীয় কমিটি আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক হারুন অর রশীদ। সভায় ভার্চুয়ালে বক্তব্য রাখেন কমরেড রাশেদ খান মেনন এমপি ও কমরেড হায়দার আকবর খান রনো। উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, মোস্তফা জামাল হায়দার, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আবুল হোসাইন, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য কাফি রতন, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, নাগরিক কমিটির প্রচার বিভাগের আহবায়ক মোস্তফা আলমগীর রতন, জুনোর মেয়ে অনন্যা লাবনী পুতুল, যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালে যুক্ত হন বিপ্লবী ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আতিকুর রহমান সালু এবং সাবেক বিপ্লবী ছাত্র ইউনিয়নের সভাপতি আলী ইমাম, অস্ট্রেলিয়া থেকে অধ্যাপক আনিছুর রহমান।
সভা সঞ্চালনা করেন জাতীয় কমিটির সদস্য সচিব শেখ রফিকুল বাবুল। শোক সভায় উদীচী আয়োজিত গণসঙ্গীত পরিবেশন করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন