নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রক্রিয়ার ধারাবাহিক কার্যক্রমের অংশ নেওয়া বিশিষ্ট নাগরিকরা ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে যে নামের তালিকা পাঠানো হবে তা জনসমক্ষে প্রকাশ করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তালিকায় কোনো বিতর্কিত ও রাজনৈতিক দলের সুবিধাভোগী ব্যক্তিদের না রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার বেলা ১১টা থেকে সুপ্রিম কোর্ট কনফারেন্স রুমে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করে অনুসন্ধান (সার্চ) কমিটি।
বৈঠকে আপিল বিভাগের বিচারপতি ও সার্চ কমিটির প্রধান ওবায়দুল হাসান, সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক ইসি মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক উপস্থিত ছিলেন। আর বিশিষ্টজনদের মধ্যে সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ, ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, আইন বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন খান ও অধ্যাপক আসিফ নজরুল, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, বোরহান উদ্দিন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সংবিধান বিশেষজ্ঞ ও আইনজ্ঞ ড. শাহদীন মালিক, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ড. আসিফ নজরুল বলেন, 'আমাদের সবার একটা বিষয়েই জোর ছিল যে, আগের কোনো সরকারের বিশেষ সুবিধাভোগীরা যেন নতুন ইসিতে সুযোগ না পায়। বিশেষ সুবিধা বলতে, যারা বিভিন্ন সরকারের মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বা সরাসরি সরকারের ঘনিষ্ঠ লোক বলে পরিচিত এমন কেউকে বোঝানো হয়েছে। এই ইসিতে যারা আসবেন তাদের যেন সুষ্ঠু নির্বাচন করার একটি মন মানসিকতা, সাহসিকতা এবং ব্যক্তিত্ব থাকে। সব নাম যেন আগেই প্রকাশ করা হয়। আমাদের এখান থেকে কেউ কোনো নাম প্রস্তাব করেনি। আমরা শুধু বলেছি কিসের ভিত্তিতে নেওয়া উচিত, কিসের ভিত্তিতে না নেওয়া উচিত।'
বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক বলেছেন, 'প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার (ইসি) হিসেবে রাজনৈতিক দলগুলো যেসব নাম জমা দিয়েছে সার্চ কমিটিকে তা প্রকাশ করতে বলেছি। নামগুলো প্রকাশ করলে জানা যাবে আসলেই রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচন চায় কি না।'
বিডি প্রতিদিন/ফারজানা