বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবাল বলেছেন, সবচেয়ে আনন্দের সময় শৈশব, কৈশোর। কিন্তু বর্তমানে শিক্ষার্থীদের শৈশব-কৈশোর আর আনন্দময় নেই। পরীক্ষায় ভালো ফল করা আর জিপিএ-৫ পাওয়াই শিক্ষার মূল উদ্দেশ্য মনে করেন অভিভাবকরা।
শনিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) আয়োজিত ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ও শিক্ষাক্রম পরিচিতি’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ড. জাফর ইকবাল বলেন, আমাদের সময়ে কোচিং নামে কোনো শব্দ ছিল না। ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়তে হতো না। এখন স্কুলের পাশে কোচিং সেন্টার গড়ে উঠছে। ক্লাস টিচারের কাছে প্রাইভেট না পড়লে এখন ভালো নম্বর পাওয়া যায় না। অভিভাবকরা কোচিং করা নিয়ে ছাত্র-ছাত্রীদের অনেকটা উৎপাত করে। ছাত্র-ছাত্রীরা বইও মুখস্থ করে, গাইডও মুখস্ত করতে হয় তাদের। কিন্তু মুখস্থ করার জন্য তো ছাত্র-ছাত্রীদের মস্তিষ্ক তৈরি হয়নি। মস্তিষ্ক তৈরি হয়েছে বিশ্লেষণ করার জন্য।
তিনি বলেন, শিক্ষা আনন্দময় করতে নতুন কারিকুলামে উদ্যোগ নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন