মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০ ০০:০০ টা

হৃদরোগে মারা গেলেন বিটিভির প্রযোজক ও শিক্ষক আহসান হাবীব

নিজস্ব প্রতিবেদক

হৃদরোগে মারা গেলেন বিটিভির প্রযোজক ও শিক্ষক আহসান হাবীব

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক প্রযোজক, নির্মাতা ও শিক্ষক আহসান হাবীব কোহিনুর। ১৯ জুলাই ভোররাতে তিনি ঢাকায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কর্মজীবনে আহসান হাবীব কোহিনুর বিটিভিসহ একাধিক টেলিভিশনে প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ‘ফিল্ম, টেলিভিশন অ্যান্ড ডিজিটাল মিডিয়া (এফটিডিএম)’ ডিপার্টমেন্টসহ একাধিক বিশ্ববিদ্যালয়ে খ-কালীন শিক্ষকতা করেছেন তিনি।

আহসান হাবীব কোহিনুরের মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেছেন, বাংলাদেশ টেলিভিশনে তাঁর প্রযোজিত রুচিশীল অনুষ্ঠানসমূহ নান্দনিক উৎকর্ষে উন্নীত। তার এই আকস্মিক মৃত্যুতে আমি বাকরুদ্ধ। এ শোক কাটবে না বহুকাল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর