নাদাল-ফেদেরার যুদ্ধ। বাক্যটি শুনলেই ভক্তদের চোখে ভেসে উঠে গত প্রায় এক দশকের অসংখ্য দৃশ্য। যেখানে আলো-আঁধারির লড়াইগুলোতে বেশিরভাগ সময়ই পরাজয়ের অসহ্য যন্ত্রণা বয়ে কোর্ট ছাড়ছেন সর্বকালের সেরা টেনিস তারকা রজার ফেদেরার। তারপরও নাদাল-ফেদেরার লড়াই মানে বিশেষ কিছু। ভক্তদের জন্য, টেনিসের জন্যও। এই বিশেষ লড়াইটাই অস্ট্রেলিয়া ওপেন আরও একবার সামনে নিয়ে এসেছে। গতকাল বছরের প্রথম গ্র্যান্ডস্লামে শেষ আটের বাঁধা পাড়ি দিয়েছেন নাদাল ও ফেদেরার। বুলগেরিয়ার দিমিত্রভকে হারিয়েছেন নাদাল। অন্যদিকে টুর্নামেন্টের চতুর্থ বাছাই ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে হারিয়েছেন রজার ফেদেরার। দুজনের এ জয় অস্ট্রেলিয়া ওপেনের সেমিফাইনালে পরস্পরের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে নাদাল-ফেদেরারকে।
অস্ট্রেলিয়া ওপেনে আগেও মুখোমুখি হয়েছেন দুজন। প্রথমবার ২০০৯ সালের ফাইনালে। সেবার পাঁচ সেটের ম্যাচটা জয় করেছিলেন নাদাল। ২০১২ সালে সেমিফাইনালে দ্বিতীয়বার মুখোমুখি হয়েছিলেন দুজন। এখানেও জয় নাদালেরই। ম্যাচটা ছিল চার সেটের। কেবল অস্ট্রেলিয়া ওপেনেই নয়, রাফায়েল নাদাল এগিয়ে আছেন সবদিক থেকেই। গ্র্যান্ডস্লামে ১০ বারের মুখোমুখিতে নাদালের জয় ৮টি। সবমিলিয়ে ৩২বারের লড়াইয়ে নাদাল জিতেছেন ২২ ম্যাচে! বলতে গেলে নাদাল-ফেদেরার যুদ্ধ মানেই নাদালের বিজয়! তবে ব্যতিক্রমও হয় মাঝে মধ্যে। অস্ট্রেলিয়া ওপেনে কি এবার ব্যতিক্রম কিছু ঘটবে! অ্যান্ডি মারের সঙ্গেও তো লড়াইয়ে পিছিয়ে ছিলেন ফেদেরার। তারপরও তাকে হারিয়েছেন ৬-৩, ৬-৪, ৬-৭ (৬/৮), ৬-৩ গেমে। ফেদেরার যে বদলে গেছেন, তার প্রমাণ গতকালের ম্যাচটা। দুর্দান্ত সব ব্যাক হ্যান্ড এবং ফোর হ্যান্ডে ব্যতিব্যস্ত করে তুলেছিলেন অ্যান্ডি মারেকে। এমন পারফরম্যান্স নাদালের বিপক্ষে ধরে রাখলে ভিন্ন কিছু তো ঘটতেও পারে! ফেদেরার নিজেই বলছেন, 'গত বছরের তুলনায় এবার আমি অনেক বেশি ভাল খেলছি। সেই সঙ্গে আত্নবিশ্বাসও অনেক বেড়েছে।' এই বিশ্বাস কি নাদালের বিপক্ষে জয় এনে দিবে ফেদেরারকে! নাদালও কম নন। সেমিফাইনালে দিমিত্রভকে হারিয়েছেন ৩-৬, ৭-৬ (৭/৩), ৭-৬ (৯/৭), ৬-২ গেমে। ম্যাচটা কষ্টে জিতলেও অস্ট্রেলিয়া ওপেনের ফেভারিট তো তিনিই!
এদিকে মেয়েদের এককে বিদায় নিয়েছেন দ্বিতীয় বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কাও। তিনি গতকাল পঞ্চম বাছাই পোলিশ তরুণী অ্যাগনিয়েস্কা র্যাডওয়ানস্কার কাছে হেরেছেন ৬-১, ৭-৫, ৬-০ গেমে। অ্যাগনিয়েস্কা সেমিফাইনালে মুখোমুখি হচ্ছেন স্লোভাক তরুণী ডমিনিকা চিবুলকভার। চিবুলকভা কোয়ার্টার ফাইনালে ৬-৩, ৬-০ গেমে হারিয়েছেন রুমানিয়ার সিমোনাকে। মেয়েদের এককে এবার লি নার জন্য শিরোপা জয় করা কিছুটা কি সহজ হয়ে গেল! গতবার ফাইনালে তিনি হেরেছিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে। অস্ট্রেলিয়া ওপেনে তৃতীয় ফাইনালে কি তিনি শিরোপা জয় করতে পারবেন! ২০১৩ ও ২০১১ সালে এখানে ফাইনাল খেলেছিলেন এই চীনা তরুণী।