এটাই ক্রিকেট
যে নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছে। তারাই কিনা এখন বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে নিয়ে ছেলেখেলা খেলছে। নিজেদের দেশে সিরিজে টানা দুই ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। ব্যাট-বলের সাফল্য ধারাবাহিকতা যদি স্বাগতিকরা ধরে রাখতে পারে তাহলে ভারতকে হোয়াইটওয়াশও করতে পারে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এ নিয়ে উল্লসিত। কারো কারো ধারণা ভারত যদি এখন বাংলাদেশের বিপক্ষে খেলতে নামে নির্ঘাত হোয়াইটওয়াশ হবে। না, মিরপুরে অনুশীলন শেষে জাতীয় দলের এক ক্রিকেটার বললেন, এটাই ক্রিকেট। এখানে কে কখন ঘুরে দাঁড়ায় বলা মুশকিল। আমাদের সঙ্গে খেলা হলে হয়তো বা ভারত ভয়ঙ্কর রূপ ধারণ করবে। অনিশ্চয়তার খেলায় কোনো কিছুই ভবিষ্যদ্বাণী করাটা ঠিক হবে না।
ঊষার রক্ষা
গ্রিন ডেল্টা প্রিমিয়ার হকি লিগে পয়েন্ট হারাতে বসেছিল ফেবারিট ঊষা ক্রীড়া চক্র। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র ম্যাচে কোনোক্রমে তারা ৩-২ গোলে অ্যাজাঙ্কে পরাজিত করে। মাঠে ক্লাব কাপ বিজয়ীরা এতটা কোণঠাসা ছিল যে প্রথমার্ধে তারা ১-২ গোলে পিছিয়ে ছিল। ২ মিনিটে কৃষ্ণ কুমার ঊষাকে এগিয়ে রাখলেও ১০ মিনিটে সারোয়ার ও ২৩ মিনিটে বাবর অ্যাজাঙ্রে পক্ষে গোল করলে ম্যাচে উত্তেজনা সৃষ্টি হয়। দ্বিতীয়ার্ধে মাইনুল ও রিমন গোল করলে পয়েন্ট হারানো থেকে বেঁচে যায় পুরান ঢাকার দলটি।
সেই স্মৃতি
১৯৭২ সালে প্রথম বিভাগ ফুটবল লিগে আবাহনী ক্রীড়া চক্রের অভিষেক ঘটেছিল বিজেএমসির বিপক্ষে। দুই দলের লড়াইয়ে খতিয়ান ঘাটলে জয়ের দিক দিয়ে আবাহনীই এগিয়ে রয়েছে। কিন্তু ১৯৮১ সালে সুপার লিগে বিজেএমসির হারের স্মৃতিটা আবাহনী ভুলতে পেরেছে বলে মনে হয় না। সেবার তারা খোরশেদ বাবুলের নেতৃত্বে অপরাজিত শিরোপাই জিততে পারত। কিন্তু শেষ ম্যাচে আচমকা বিজেএমসির কাছে হেরে ভেস্তে যায়। আজ দুই দল পেশাদার লিগে মুখোমুখি হচ্ছে।
অনুরোধ
১৯৯০ ও ২০০২ সালে কমনওয়েলেথ গেমসে বাংলাদেশ শুটিং ইভেন্টে স্বর্ণ জিতেছিল। দীর্ঘদিন পর অনেকে আশা করছেন এবার স্কটল্যান্ডে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসে শুটাররা স্বর্ণ জিততে পারবেন। এটা ঠিক বাংলাদেশের প্রস্তুতি ভালোই চলছে। কিন্তু শুটাররা অনুরোধ রেখেছেন এ নিয়ে যেন খুব বেশি আশা না করা হয়। এতে করে তারা স্নায়ুচাপে থাকেন। এতেই গুলি ছুড়ার লক্ষ্য ঠিক রাখা যায় না।
শওকত চ্যাম্পিয়ন
ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শওকত ইসলাম চ্যাম্পিয়ন এবং মনোবিজ্ঞান বিভাগের অলি আহমেদ রানারআপ হয়েছেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ইউল্যাবের জয়
ইউল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেটে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) শুভ সূচনা করেছে। গতকাল উদ্বোধনী ম্যাচে তারা ৮ উইকেটে স্টেট ইউনিভার্সিটিকে পরাজিত করে। টসে জিতে নির্ধারিত ২০ ওভারে স্টেট ৮ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে। পলাশ ৫৪ বলে সর্বোচ্চ ৫০ রান করেন। জবাবে ইউল্যাব ১৮.৩ ওভারে ১২৯ রান তুলে নেয় আইজাল আহমেদ ৪৫ বলে সর্বোচ্চ ৫৪ রান করেন।