পাবলিক সার্ভিস দিবসের তাৎপর্য তুলে ধরতে গিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনীর চৌধুরী বলেন, প্রতিষ্ঠানে কর্তাব্যক্তিদের স্বেচ্ছাচারিতা এবং কর্তৃত্ববাদী মানসিকতা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়। তিনি বলেন, প্রতিষ্ঠান চলবে তার নিজস্ব আইনে, নিয়মের গন্ডিতে। জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে ২৪ জুলাই (বুধবার) রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এসময় জাদুঘরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনে বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উপ-পরিচালক সালাহ্উদ্দিন নাগরী, কিউরেটর নিশাত বেগম, সহকারী কিউরেটর আবু হান্নান প্রমুখ।
সভাপতির বক্তব্যে জাদুঘর মহাপরিচালক আরো বলেন, নির্বিঘ্ন জনসেবার পূর্বশর্ত হলো সততা, দেশপ্রেম ও প্রাতিষ্ঠানিক অনুশাসন মেনে চলা। বিজ্ঞান জাদুঘরকে শিগগিরই আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়াস চলছে উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি জাদুঘরে দর্শনার্থীদের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং সময়-সময় বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড, বিজ্ঞান ক্লাব গঠন ও নানা গুরুত্বপূর্ণ দিবস উদযাপনসহ উদ্ভাবনী কাজকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাছাড়া গ্রাম পর্যায়েও বিজ্ঞান জাদুঘরের কার্যক্রম ছড়িয়ে দেওয়া প্রসঙ্গ টেনে বলেন, গত এক মাসে ইউনিয়ন পর্যায়ে ২৩ লক্ষ টাকা ব্যয়ে ৪০টি বিজ্ঞান ক্লাব গঠন করা হয়েছে এবং ৪৯২ টি উপজেলা ভিত্তিক বিজ্ঞান ক্লাবকে ৩ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার