ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের অংশ হিসেবে বুধবার (৩১ জুলাই) বসছে সিনেটের বিশেষ অধিবেশন। এতে সিনেট সদস্যরা নির্বাচন করবেন তিন সদস্যের উপাচার্য প্যানেল। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের প্যানেল চূড়ান্ত করা হয়েছে। তবে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদাদল এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।
এদিকে, এ সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বিশেষ অধিবেশন বুধবার বেলা ৩.৩০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ এর আর্টিক্যাল ২১ (২) ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সিনেটের এই বিশেষ অধিবেশন আহ্বান করেছেন। সিনেটের এই বিশেষ অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ১১(১) ধারা অনুযায়ী চ্যান্সেলর কর্তৃক ভাইস-চ্যান্সেলর নিয়োগের জন্য তিনজনের একটি প্যানেল মনোনয়ন করা হবে। অধিবেশনে সভাপতিত্ব করবেন সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।’
সিনেট কর্তৃক নির্বাচিত এই তিন সদস্যের মধ্যে থেকে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেবেন।
নীলদলের প্যানেলে আছেন যারা-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের নীলদল তাদের প্যানেল মনোনয়ন দিতে মঙ্গলবার বিকেল পাঁচটায় সিনেট ভবন মিলনায়তনে আলোচনায় মিলিত হয়। এতে নীলদলের ৫৪ জন শিক্ষক প্রতিনিধি ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েটবৃন্দের মধ্যে ৫৩ জন অংশ নেন। আলোচনায় সমঝোতায় তিনজনকে চূড়ান্ত করতে না পেরে আভ্যন্তরীণ ভোটাভুটি হয়। ভোটাভুটিতে তিনজনকে নীল দল থেকে মনোনীত করা হয়।
মনোনীতরা হলেন- উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন নীলদলের যুগ্ম আহ্বায়ক ড. হুমায়ুন কবির।
তিনি জানান, ‘আগামীকাল(আজ) সিনেটে অন্য কেউ কোন প্যানেল না দিলে এই তিন জনই চূড়ান্ত হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। তিনি এর মধ্যে থেকে একজনকে উপাচার্য পদে নিয়োগ দেবেন।
এদিকে, প্যানেল দেওয়ার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি বিএনপিপন্থী সাদাদল। সংগঠনের আহ্বায়ক ড. এবিএম ওবায়দুল ইসলাম জানান, ‘আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। তবে প্যানেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেইনি। আমাদের শক্তি-সামর্থ্য কম। আগামীকাল অবস্থা বুঝে আমরা সিদ্ধান্ত নেব।’
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ