নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশিত না হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতিকে অবরুদ্ধ করে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০টায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে বিভাগের সভাপতি কক্ষের সামনে অবস্থান নিয়ে এ প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। এ সময় ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা।
শিক্ষার্থীদের দাবি, চলতি বছর ২৭ জানুয়ারি সবগুলো বর্ষের পরীক্ষা শেষ হলেও এখন পর্যন্ত ফলাফল দিতে পারেনি বিভাগ। বারবার বিভাগকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই দ্রুত ফল প্রকাশের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।
সরেজমিনে দেখা যায়, বুধবার সকাল ১০টায় বিভাগের সভাপতি কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি জরুরি ভিত্তিতে একাডেমিক সভা ডাকেন। সভায় কোনো সিদ্ধান্ত নিতে না পেরে শিক্ষকরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে অবিলম্বে শিক্ষার্থীদের ফল প্রকাশের আশ্বাস দেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান ও ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ূন কবির শিক্ষার্থীদের আশস্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। তবে শিক্ষার্থীরা ফল প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, বিভিন্ন ত্রুটির কারণে এতটা সময় ব্যয় হয়েছে। আমরা শিক্ষকদের নিয়ে আলোচনা করেছি। একটু সময় তো দিতে হবেই। অনেক শিক্ষকেরই ফলাফল জমা দিতে খুব অনীহা। আমরা এসব সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করছি। যেসব শিক্ষক এখনো পরীক্ষার মার্কস জমা দেননি, তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মার্কস জমা দেওয়ার জন্য উপাচার্য অনুরোধ করবেন বলে আমাদের জানিয়েছেন। আগামীকাল আমরা মার্কস পেলে আগামী সপ্তাহেই আমরা রেজাল্ট দিতে পারব বলে আশা করছি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন