ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য তিনজনের প্যানেলকে মনোনয়ন দিয়েছে বিশ্ববিদ্যালয় সিনেট।
মনোনীতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
এই তালিকা থেকেই বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ একজনকে উপাচার্য পদে আগামী চার বছরের জন্য নিয়োগ দেবেন।
বুধবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক বিশেষ অধিবেশনে এই মনোনয়ন দেওয়া হয়।
অধিবেশনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সিনেটের ১০৫ জন সদস্যের মধ্যে ৯৩ জন সদস্য এই অধিবেশনে যোগদান করেন।
এ সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিনেটের বিশেষ অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ‘১৯৭৩ এর আর্টিক্যাল ১১(১) ধারা অনুযায়ী মহামান্য চ্যান্সেলর কর্তৃক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগের জন্য সর্বসম্মতিক্রমে ৩ (তিন) জনের একটি প্যানেল মনোনয়ন করা হয়।’
উল্লেখ্য, মঙ্গলবার উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য তিন সদস্যের প্যানেলকে মনোনয়ন দেয় বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল। নির্বাচনে নীলদল ছাড়া অন্য কেউ প্যানেল না দেওয়ায় এই তিন জনই চূড়ান্ত মনোনয়ন পাচ্ছেন এটা অনেকটা নিশ্চিতই ছিল।
এদিকে উপাচার্য প্যানেল নির্ধারণ করতে বসা অধিবেশনের আগে দুপুরে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। বিশ্ববিদ্যালয়ের ১০৫ সদস্যের বর্তমান সিনেট ‘প্রশ্নবিদ্ধ’ এবং ‘কলঙ্কিত’ ডাকসু নির্বাচনসহ তিন কারণে উপাচার্য প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেন তারা।
উল্লেখ্য, ১০৫ সদস্যের সিনেটে বিএনপিপন্থী শিক্ষক রয়েছেন মাত্র তিনজন। তারা হলেন, শিক্ষক প্রতিনিধি হিসেবে সাদা দলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান। আর রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন