মঙ্গলবার, ২১ মে, ২০১৯ ০০:০০ টা

ঈদে রেলবহরে যুক্ত হচ্ছে ৪০ বগি

আবদুল বারী, নীলফামারী

ঈদে রেলবহরে যুক্ত হচ্ছে ৪০ বগি

সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে বগি মেরামত কাজ

আসছে ঈদুল ফিতরে যাত্রীসেবার লক্ষ্যে রেলবহরে যুক্ত হচ্ছে ৪০টি বগি (ক্যারেজ)। আর এ সব বগি চলাচলের উপেযোগী করতে জোরেসোরে কাজ চলছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। ইতোমধ্যে ২০টি বগি প্রস্তত হয়েছে। যা দ্রুত হস্তান্তর করার কথা রয়েছে রেলের পরিবহন পুলে। সৈয়দপুর কারখানা সূত্র জানায়, ঈদে ঘরমুখো যাত্রীদের সেবা দিতে রেলের বিভিন্ন বহরে ৪০টি বগি সংযুক্তকরণের উদ্যোগ নেয় রেলবিভাগ। অতি পুরাতন, চলাচলের অনুপযোগী এ সব কোচ মেরামত করা হচ্ছে কারখানাটিতে। ২২টি উপ-শপে মেরামতের কর্মযজ্ঞে ব্যস্ত সময় কাটাচ্ছেন সহ¯্রাধিক শ্রমিক। কারখানার খালাশি উজ্জল বিশ্বাস জানান, এখানে বছরের অন্য সময়ের চেয়ে ঈদ ঘিরে ব্যস্ততা বেশি থাকে। ঈদে লক্ষ্যমাত্রা আলাদাভাবে নির্ধারণ করে দেওয়া হয়। এ কারণে এখন নির্ধারিত সময়ের (অফিস টাইম) অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে। শ্রমিক নাজমুল হাসান বলেন, ‘রমজান মাসে আমরা ছুটি ভোগ করি না। লোকবল সংকট হওয়ায় ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। প্রতিটি শপে প্রয়োজনীয় লোকের বেশির ভাগই নেই। অতিদ্রুত কারখানার জনবল সংকট পূরণ করা না হলে অনিশ্চিয়তায় পড়বে প্রতিষ্ঠানটি।’ ক্যারেজ শপের উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ‘এই বিভাগে ৩৯৫ জন শ্রমিকের প্রয়োজন হলেও রয়েছে মাত্র ১১৮ জন।’ কারখানার সহকারী কর্ম ব্যবস্থাপক আব্দুল ওয়াদুদ জানান, পশ্চিমাঞ্চলে চলাচল করা রেলগাড়ির সব কাজ এই কারখানায় সম্পন্ন হয়ে থাকে। তৈরি হওয়া কোচগুলো প্রথমে পার্বতীপুরে হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর