হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় টাঙ্গাইলে বেড়েছে শীতের তীব্রতা। গত তিন দিন ধরে দিনে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও কাক্সিক্ষত উত্তাপ অনুভব করা যায়নি। রাত ও সকালে কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারপাশ। কুয়াশার কারণে মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করতে দেখা দেছে। সকালেও হেডলাইট জ্বালিয়ে বঙ্গবন্ধু সেতু পার হতে হচ্ছে। গতকাল টাঙ্গাইলে সর্বনিম্ন ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার সদর উপজেলার কাগমারী, ধরেরবাড়ী, লাউজানা, চিলাবাড়ী, বাসারচর, গালা, লাউজানা, হুগড়া, কাতুলীসহ বিভিন্ন এলাকায় দেখা যায় কুয়াশায় ঢাকা মিষ্টি সকাল। ঘনকুয়াশার কারণে খালি চোখে ৩০ গজ সামনেও কিছু দেখা যাচ্ছিল না। শীতের তীব্রতায় কষ্টে রয়েছে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। বেশি দুর্ভোগ পোহাচ্ছেন শিশু ও বয়োবৃদ্ধরা। অসহায় মানুষ মসজিদ-মাদরাসা ও স্কুলের বারান্দায় রাত কাটাচ্ছেন। হাসপাতালে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে শীতের সঙ্গে পাল্লা দিয়ে। রিকশাচালক আবদুল কুদ্দুছ, রাজ্জাক, আলামিন, সাহেব আলী, রমজান মিয়া, কালু শেখসহ অনেকে জানান, কয়েক দিন ধরে খুব শীত পড়ছে, শীতের কারণে রাতে ও সকালে তারা ভাড়া খাটতে পারেন না। এখন গরিবের অসময় চলছে। একদিকে শীতের কষ্ট, অন্যদিকে আয় কমে যাওয়ায় সংসারে অভাব দেখা দিয়েছে। বাসচালক রহমান মিয়া, হিটলার হোসেন, আবদুর রাজ্জাক, লাল মিয়াসহ অনেকে বলেন, সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত সড়কগুলো কুয়াশায় ঢেকে থাকে। অনেক সময় গাড়ির হেডলাইট জ্বালিয়েও বেশিদূর দেখা যায় না। মহাসড়কেও একই অবস্থা। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। টাঙ্গাইল আবহাওয়া অফিসের কর্মকর্তা বজলুর রশিদ বলেন, গত কয়েক দিন ধরে টাঙ্গাইলে ঘনকুয়াশার সঙ্গে হিমেল হাওয়া বইছে। ফলে শীতের তীব্রতাও অনেক বেশি। গতকাল জেলায় সর্বনিম্ন ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে