হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় টাঙ্গাইলে বেড়েছে শীতের তীব্রতা। গত তিন দিন ধরে দিনে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও কাক্সিক্ষত উত্তাপ অনুভব করা যায়নি। রাত ও সকালে কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারপাশ। কুয়াশার কারণে মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করতে দেখা দেছে। সকালেও হেডলাইট জ্বালিয়ে বঙ্গবন্ধু সেতু পার হতে হচ্ছে। গতকাল টাঙ্গাইলে সর্বনিম্ন ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার সদর উপজেলার কাগমারী, ধরেরবাড়ী, লাউজানা, চিলাবাড়ী, বাসারচর, গালা, লাউজানা, হুগড়া, কাতুলীসহ বিভিন্ন এলাকায় দেখা যায় কুয়াশায় ঢাকা মিষ্টি সকাল। ঘনকুয়াশার কারণে খালি চোখে ৩০ গজ সামনেও কিছু দেখা যাচ্ছিল না। শীতের তীব্রতায় কষ্টে রয়েছে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। বেশি দুর্ভোগ পোহাচ্ছেন শিশু ও বয়োবৃদ্ধরা। অসহায় মানুষ মসজিদ-মাদরাসা ও স্কুলের বারান্দায় রাত কাটাচ্ছেন। হাসপাতালে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে শীতের সঙ্গে পাল্লা দিয়ে। রিকশাচালক আবদুল কুদ্দুছ, রাজ্জাক, আলামিন, সাহেব আলী, রমজান মিয়া, কালু শেখসহ অনেকে জানান, কয়েক দিন ধরে খুব শীত পড়ছে, শীতের কারণে রাতে ও সকালে তারা ভাড়া খাটতে পারেন না। এখন গরিবের অসময় চলছে। একদিকে শীতের কষ্ট, অন্যদিকে আয় কমে যাওয়ায় সংসারে অভাব দেখা দিয়েছে। বাসচালক রহমান মিয়া, হিটলার হোসেন, আবদুর রাজ্জাক, লাল মিয়াসহ অনেকে বলেন, সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত সড়কগুলো কুয়াশায় ঢেকে থাকে। অনেক সময় গাড়ির হেডলাইট জ্বালিয়েও বেশিদূর দেখা যায় না। মহাসড়কেও একই অবস্থা। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। টাঙ্গাইল আবহাওয়া অফিসের কর্মকর্তা বজলুর রশিদ বলেন, গত কয়েক দিন ধরে টাঙ্গাইলে ঘনকুয়াশার সঙ্গে হিমেল হাওয়া বইছে। ফলে শীতের তীব্রতাও অনেক বেশি। গতকাল জেলায় সর্বনিম্ন ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
শিরোনাম
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
ঘন কুয়াশায় যানবাহনে ধীরগতি দিনেও জ্বলে হেডলাইট
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর