হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় টাঙ্গাইলে বেড়েছে শীতের তীব্রতা। গত তিন দিন ধরে দিনে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও কাক্সিক্ষত উত্তাপ অনুভব করা যায়নি। রাত ও সকালে কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারপাশ। কুয়াশার কারণে মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করতে দেখা দেছে। সকালেও হেডলাইট জ্বালিয়ে বঙ্গবন্ধু সেতু পার হতে হচ্ছে। গতকাল টাঙ্গাইলে সর্বনিম্ন ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার সদর উপজেলার কাগমারী, ধরেরবাড়ী, লাউজানা, চিলাবাড়ী, বাসারচর, গালা, লাউজানা, হুগড়া, কাতুলীসহ বিভিন্ন এলাকায় দেখা যায় কুয়াশায় ঢাকা মিষ্টি সকাল। ঘনকুয়াশার কারণে খালি চোখে ৩০ গজ সামনেও কিছু দেখা যাচ্ছিল না। শীতের তীব্রতায় কষ্টে রয়েছে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। বেশি দুর্ভোগ পোহাচ্ছেন শিশু ও বয়োবৃদ্ধরা। অসহায় মানুষ মসজিদ-মাদরাসা ও স্কুলের বারান্দায় রাত কাটাচ্ছেন। হাসপাতালে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে শীতের সঙ্গে পাল্লা দিয়ে। রিকশাচালক আবদুল কুদ্দুছ, রাজ্জাক, আলামিন, সাহেব আলী, রমজান মিয়া, কালু শেখসহ অনেকে জানান, কয়েক দিন ধরে খুব শীত পড়ছে, শীতের কারণে রাতে ও সকালে তারা ভাড়া খাটতে পারেন না। এখন গরিবের অসময় চলছে। একদিকে শীতের কষ্ট, অন্যদিকে আয় কমে যাওয়ায় সংসারে অভাব দেখা দিয়েছে। বাসচালক রহমান মিয়া, হিটলার হোসেন, আবদুর রাজ্জাক, লাল মিয়াসহ অনেকে বলেন, সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত সড়কগুলো কুয়াশায় ঢেকে থাকে। অনেক সময় গাড়ির হেডলাইট জ্বালিয়েও বেশিদূর দেখা যায় না। মহাসড়কেও একই অবস্থা। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। টাঙ্গাইল আবহাওয়া অফিসের কর্মকর্তা বজলুর রশিদ বলেন, গত কয়েক দিন ধরে টাঙ্গাইলে ঘনকুয়াশার সঙ্গে হিমেল হাওয়া বইছে। ফলে শীতের তীব্রতাও অনেক বেশি। গতকাল জেলায় সর্বনিম্ন ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
শিরোনাম
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া