দিনাজপুরের বিরামপুরে নবনির্বাচিত ইউপি সদস্য মো. আমিনুর ওরফে আমিরুল ইসলামকে মাদক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিরামপুরসহ বিভিন্ন থানায় চারটি মাদক ও চাঁদাবজির মামলা রয়েছে বলে জানান বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত। গত বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুরের বিরামপুর পৌর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
টঙ্গী থানার একটি মাদক মামলায় আমিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আটক আমিরুল ইসলাম (৩৬) বিরামপুর উপজেলার দিওড় ইউপির এমদাদুল হকের ছেলে এবং উপজেলার দিওড় ইউপির ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত এর সত্যতা নিশ্চিত করে জানান, টঙ্গি পশ্চিম থানায় একটি মাদক মামলায় আমিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে অভিযান চালিয়ে বিরামপুর পৌর শহরের সাবেক এক ইউপি সদস্যের বাড়ির পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিরামপুরসহ বিভিন্ন থানায় চারটি মাদক ও একটি চাঁদাবাজির মামলা রয়েছে। গতকাল তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে।