মামা ও বাবার কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা আত্মসাৎ করে দীর্ঘ দুই বছর ধরে স্বেচ্ছায় চট্টগ্রামে আত্মগোপনে থাকার পাশাপাশি দ্বিতীয় বিয়েও করেছিল পলাতক যুবক রুবেল মিয়া (২৮)। গতকাল চট্টগ্রামের ইপিজেড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলার একটি টিম।
পিবিআই নারায়ণগঞ্জ জেলা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোনারগাঁ থানার দুলাল মিয়ার ছেলে রুবেল মামা শফিক মিয়ার ১১ লাখ টাকা এবং বাবার কাছ থেকে ৯ লাখ ৮২ হাজার টাকা আত্মসাৎ করে। পরে সে প্রথম স্ত্রী ও দুই সন্তানকে রেখে আত্মগোপন করে। এ ঘটনায় রুবেলের বাবা সোনারগাঁ থানায় জিডি করেন। পরে তিনি র্যাব-১১-এর অধিনায়ক বরাবর অভিযোগ, আদালতে মামলা এবং পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বরাবর আবেদন করেন।