মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ঠিকাদারের হাতে প্রকৌশলী লাঞ্ছিত

নাটোর প্রতিনিধি

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) নাটোর (ক্ষুদ্র সেচ) জোনের সহকারী প্রকৌশলী নাসিম আহমেদ ঠিকাদারের হাতে লাঞ্ছিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সুমি কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী রওশন আলম মাহমুদ রাজু এবং তার অনুসারীরা মিলে গত রবিবার তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ঠিকাদার এ অভিযোগ অস্বীকার করেছেন।

ঠিকাদার রওশন আলম মাহমুদ রাজু বলেন, তিনি এক মাস আগেই কাজটি শেষ করে বিল উত্তোলনের জন্য কাগজপত্র দাখিল করেছেন। কিন্তু সহকারী প্রকৌশলী নাসিম আহমেদ বিল না দিয়ে টালবাহানা শুরু করেন। ঘটনার দিন তার সঙ্গে দেখা করলে তিনি তিন পার্সেন্ট উৎকোচ দাবি করেন। কিন্তু তিনি দিতে অস্বীকার করলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। কিন্তু কোনোরূপ লাঞ্ছনার ঘটনা ঘটেনি। উল্টো অফিসের স্টাফরাই তাকে লাঞ্ছিত করে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। নাটোর বিএডিসির নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, তার অফিসে ঢুকে সহকারী প্রকৌশলী নাসিম আহমেদকে লাঞ্ছিত করা হয়েছে। এতে করে অফিসে কাজ করার ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হওয়াসহ নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই থানায় মামলা করা হয়েছে। আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। এ বিষয়ে নাটোর থানার অফিসার ইনচার্জ ওসি নাসিম আহমেদ বলেন, এ ঘটনায় রাজুসহ তিনজনকে অভিযুক্ত করে সহকারী প্রকৌশলী নাসিম আহমেদ বাদী হয়ে গত রবিবার রাতে নাটোর থানায় একটি মামলা করেছন। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

সর্বশেষ খবর