হবিগঞ্জে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। এর মধ্যে শাড়ি, কসমেটিকস, ফুসকা ও বিভিন্ন ধরনের প্রসাধনী রয়েছে। গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রায় দেড় কোটি টাকার প্রসাধনী জব্দ করেছে পুলিশ। রবিবার গোলচত্বর এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।