পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একই পরিবারের পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলেন- হাবিব গাজী (৪০), তার স্ত্রী ঝর্ণা (৩৫), মেয়ে হাবিবা জান্নাত (১৮), আশা (৭) ও সুমাইয়া (৯)। পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন এমদাদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।