কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৫৮ মালয়েশিয়াগামী রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় জড়িত ২ দালালসহ পাচারে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণ সাগরে অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী ট্রলারটি আটক করা হয়।
কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. জোসেল রানা সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, রোহিঙ্গাদের মালয়েশিয়া পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ২৮ নারী, ২০ জন পুরুষ ও ১০ জন শিশু রয়েছে। এসময় দুই দালালকে আটক করা হয়।
আটককৃত দালালরা হচ্ছে- টেকনাফের নাইট্যংপাড়ার মৃত রশিদ আহমদের ছেলে রুবেল ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ওমর ফারুক। ধৃত দালালসহ উদ্ধার মালয়েশিয়াগামীদের টেকনাফ থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার