লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে শুক্রবার ভোরে ও বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড ও মৎস বিভাগ যৌথ অভিযান চালিয়ে দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে।
এসময় দুইটি ইঞ্জিন চালিত নৌকাও জব্দ করা হয়।
জব্দকৃত কারেন্ট জাল লোকজনের সামনে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোতাছিম বিল্লাহ ও সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে উপজেলার চরবংশী ইউনিয়নের মেঘনা নদীতে কোস্টগার্ড ও মৎস বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে প্রায় ১ লাখ মিটার কারেন্ট জাল আটক করা হয়। এছাড়া বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটিার কারেন্ট জাল আটক করে কোস্টগার্ড। অভিযানের সময় দুটি ইঞ্জিন চালিত নৌকা লোকজনের সামনে বিকল করে দেওয়া হয় এবং জব্দকৃত কারেন্ট জাল লোকজনের সামনে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার কামাল হোসেন বলেন, অবৈধ কারেন্ট জাল জব্দে সরকারের সংশ্লিষ্ট বিভাগ তৎপর রয়েছে। দুইদিনে দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। অবৈধ কারেন্ট জাল জব্দের সময় মাঝে মধ্যে সংঘবদ্ধ জেলেদের দ্বারা আক্রান্ত হন বলেও তিনি জানান। সরকারের কর্মসূচি বাস্তবায়নের জন্য অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/কালাম