ঈদকে সমানে রেখে পুরোদমেই জমে উঠেছে নেত্রকোনার ঈদ বাজার। জেলা শহরের ছোট বড় বিভিন্ন বিপনীবিতানগুলোতে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের ভিড়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে ঈদের কেনাকাটা। তবে ধানের দাম কম থাকায় এ বছর গ্রামের ক্রেতারা ভিড় করছেন না। বাজারে তাদের আনাগোনা কম।
কৃষি প্রধান জেলা নেত্রকোনা। নেই শিল্প কারখানা। ফলে যে সকল সরকারি প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর মানুষই শুধু ধুমদাম ঈদ বাজার করছেন। এছাড়া অন্যবারের মতো সাধারণ মানুষদের ভিড় কিছুটা কমই মার্কেটগুলোতে। গ্রাম থেকে যারা আসছেন তারাও একদরের দোকানে যাচ্ছেন না। দরাদরি করে সাধ্যের মধ্যে রেখে সন্তানদের চাহিদা মেটানোর চেষ্টা করছেন।
চাকুরিজীবী ক্রেতারা বলছেন, একদরের দোকানগুলোতে ৫ থেকে ৭শ টাকার কাপড় ২ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এগুলো দেখার কেউ নেই। ব্যবসায়ীদের হাতে জিম্মি সাধারনেরা।
এদিকে ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারি ডিজাইনের দেশী, বিদেশী পোশাক প্রদর্শন করতে ব্যস্ত একদরের দোকানিরা। দেশী পোশাকের পাশাপাশি ভারতীয় পোশাক দিয়েও মন কাড়ছে ক্রেতাদের। সামনের আর কয়েকটা দিন থাকায় বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন দোকানিরা। শহর এবং শহরতলীর চাকুরিজীবী, ব্যবসায়ীরা স্বাছন্দ্যে দেশি বিদেশী পণ্য দেখে দেখে নিচ্ছেন। অন্যদিকে তৈরি পোশাকের পাশাপাশি রাতদিন এক করে কাজ করছেন দর্জি দোকানিরাও। পর্যাপ্ত কাজ রয়েছে তাদের হাতেও।
এদিকে ঈদ বাজারে কোন সমস্যা যাতে না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার জয়দেব চৌধুরী। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ঈদ পূর্ব এবং ঈদ পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষায়ও সতর্ক আছে তারা।
বিডি প্রতিদিন/ফারজানা