ময়মনসিংহের ত্রিশালে আবু তাহের (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের কুর্শানগর গ্রামে খিরু নদীর পাশের জঙ্গল থেকে বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার সে নিখোঁজ হয়। আবু তাহের স্থানীয় আরজি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
ত্রিশাল থানা পুলিশ সূত্র জানায়, উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের কুর্শানগর গ্রামে খিরু নদীর পাশের জঙ্গলে দুর্গন্ধ ছড়িয়ে গেলে এলাকাবাসী অর্ধগলিত লাশ দেখতে পায়। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত আবু তাহের হরিরামপুর ইউনিয়নের সাউথকান্দা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে তাকে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক