রাজশাহীতে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গোদাগাড়ী উপজেলায় দুইজন ও নগরীর কাপাশিয়া এলাকায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোদাগাড়ী উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের জমসেদ আলী (৫৫) ও সারাংপুর পুলিশপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মুসাউল হক (১৫) এবং নগরীর কাপাশিয়া এলাকার কিশোর মনি (১৩)।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার রাতে ঝড়-বৃষ্টির সময় বাসায় ফিরছিলেন জমসেদ আলী। এমন সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝড়-বৃষ্টির সময় মুসাউল হক আমবাগানে ঝড়ে পড়া আম কুড়াচ্ছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। বজ্রপাতে নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করেছেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এদিকে রাজশাহী নগরীর কাটাখালী থানার কাপাসিয়া এলাকায় বজ্রপাতে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত কিশোরের নাম মনি (১৩)। সে কাপাসিয়ার কামাল হোসেনের ছেলে।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, ঝড়-বৃষ্টির সময় মনি আমবাগানে ঝড়ে পড়া আম কুড়াছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/হিমেল