গৃহবধূ আরজিনাকে (২৯) বিদেশে পাচারের অভিযোগে প্রতারক আজিজুলকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তার পরিবারসহ এলাকাবাসীরা দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন করেছে। শুক্রবার সকাল ১০ টায় পার্বতীপুর উপজেলার স্থানীয় শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন করা হয়। পরে ঐ গৃহবধূর স্বামী মোস্তাফিজুর রহমান মোস্তান (৩৫) ও মা জাহানারা বেগম পার্বতীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পার্বতীপুর পৌর এলাকা রিয়াজনগরের মোস্তানের সাথে ১৪ বছর আগে মনম্মথপুর ইউনিয়নের হয়বৎপুর গ্রামের আরজিনার বিয়ে হয়। মানতাসা (১১), মাফুয়া (৭) ও আমির হামজা (৩) নামে তার তিন সন্তান রয়েছে। হয়বৎপুর গ্রামের এই আজিজুল আর্জিনাকে বিভিন্ন ধরনের প্রলোভণ ও অবস্থা পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে তিন মাস আগে ঢাকায় নিয়ে যায়। সেখানে সাড়ে ৩ লক্ষ টাকার বিনিময়ে আর্জিনাকে এক নারী পাচার চক্রের হাতে তুলে দেওয়া হয়।
এখন এই অসহায় নারী সৌদি আরবে। রিয়াদ সিটির নাহদা জেলায় এক সৌদি পরিবারের সেবা দাসী। গৃহ পরিচালিকার পাশাপাশি তাদের যৌন লালসার শিকার। পরিবারের সঙ্গে যাতে যোগাযোগ করতে না পারে সে জন্য তার মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। এক পরিচিত ব্যক্তির মোবাইলের মাধ্যমে আর্জিনা মা ও স্বামীকে দেশে ফেরার আকুতি জানিয়ে বলেন, আমি মহাবিপদে আছি। এ ব্যাপারে আরজিনার মা জাহানারা বেগম প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক