রাজশাহীর পবা উপজেলা নির্বাচনে দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। ৩০ মে বৃহস্পতিবার শেষ দিনে তারা মনোনয়ন প্রত্যাহার করেন। প্রত্যাহাকারীরা হলেন চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ফারুক হোসেন ডাবলু ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম।
এর আগে বাছাই পর্বে দুইজন চেয়ারম্যান প্রার্থী ও একজন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। ফলে এখন চেয়ারম্যান পদে থাকলেন দুইজন। এরা হলেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুনসুর রহমান, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী এসএম আশরাফুল হক তোতা।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী আবদুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী উপজেলা কৃষকলীগ সভাপতি ওয়াজেদ আলী খাঁন, আওয়ামী লীগ নেতা রবিউল জামাল বাবলু, আওয়ামী লীগ নেতা এএফএম আহাসান উদ্দিন ও আলমগীর হোসেন।
নারী ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী আরজিয়া বেগম ও আওয়ামী লীগ নেত্রী রীতা বেগম।
ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ৩০ মে। ভোটগ্রহণ করা হবে ১৮ জুন। পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা মিরদাহ মোসাম্মদ শাহনাজ পারভিন জানান, পবা উপজেলায় মোট ভোটার ২ লাখ ২৮ হাজার ১৩৭ জন। এখানে সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা ৭৮টি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন