হবিগঞ্জের নবীগঞ্জের পিংলি নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
জানা যায়, সকালে পিংলি নদীতে একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠায়।
নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, লাশটি অর্ধগলিত হওয়ায় পরিচয় শনাক্ত করতে একটু অসুবিধা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে দুর্বৃত্তরা নদীতে ফেলে দিয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক