ঈদের অজুহাতে কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া-মিরপুর এমএ গনি সড়কে সিএনজি অটোরিকশা ভাড়া দ্বিগুণ করা হয়েছে। এতে ওই সড়কে চলাচল করা যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন।
এদিকে সন্ধ্যার পর বিকল্প যানবাহন না থাকায় যাত্রীদের দিতে হয় তিনগুণ ভাড়া। যাত্রীর অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লা শাসনগাছা সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে ভাড়ার সাইবোর্ড টানায় প্রশাসন। কিন্তু মাস না যেতেই উধাও হয়ে যায় সেই সাইনবোর্ড।
কুমিল্লা শাসনগাছা সিএনজি অটো রিকশা স্ট্যান্ডে সরেজমিন ঘুরে দেখা যায়, কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া-মিরপুর এমএ গনি সড়কে চলাচলরত সিএনজি অটোরিক্সা চালকরা ঈদের অযুহাতে ভাড়া বৃদ্ধি করেছে। কুমিল্লা থেকে বুড়িচং ভাড়া ৩০ টাকার স্থলে ৪০ টাকা থেকে শুরু করে ধাপে ধাপে তা ৫০-৬০ টাকা করে নেওয়া হয়। কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়া ভাড়া ৫০ টাকার স্থলে ৬০ টাকা থেকে শুরু করে ধাপে ধাপে তা ৮০-৯০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
কুমিল্লা থেকে বুড়িচংয়ে সিএনজি অটোরিকশাযোগে আসা রফিক নামে এক যাত্রী জানান, সাধারণ সময়ে দিনের বেলা কুমিল্লা থেকে বুড়িচংয়ের ভাড়া ৩০ টাকা। কিন্তু ঈদের অজুহাত দেখিয়ে তা ৫০ টাকা রাখা হয়েছে। এছাড়া সন্ধ্যা হলেই ৩০টাকার ভাড়া দিতে হয় ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত। বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই ভাড়া দেই। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশে আর কোন সড়কে এত বেশী ভাড়া আদায় করা হয় না, যা শাসনগাছা থেকে বুড়িচং-ব্রাহ্মণপাড়া টু মিরপুর সড়কে দিতে হয়।
সন্ধ্যার পরে শাসনগাছা থেকে তিন কিলোমিটার দূরে পালপাড়া, পাঁচ কিলোমিটার দূরে কালখড়পাড় এবং ছয় কিলোমিটার ভরাসার বাজারে যেতে হলে ৩০ টাকা ভাড়া গুণতে হয় যাত্রীদের।
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান জানান, ভাড়া বেশি নেয়ার অভিযোগে কয়েকবার অভিযান চালিয়ে চালকদের জরিমানা করেছি। ঈদে কোন প্রকার ভাড়া বৃদ্ধির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল