বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূল থেকে ভাসমান অবস্থায় ৫৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় একটি ট্রলারসহ দুই দালালকে আটক করা হয়।
বৃহস্পতিবার রাতে তাদের সেন্টমার্টিনের দক্ষিণ উপকূল থেকে উদ্ধার করা হয়। সেন্টমার্টিন কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক দালালরা হলেন টেকনাফের নাইট্যংপাড়া এলাকার মৃত রশিদ আহমদের ছেলে মো. রুবেল (২৩) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হাবিব উল্লার ছেলে ওমর ফারুক (২৪)।
স্টেশন কমান্ডার জুয়েল রানা বলেন, সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সাগর এলাকা দিয়ে একদল সক্রিয় মানবপাচারকারী কর্তৃক ট্রলার যোগে অবৈধভাবে মালয়েশিয়ায় রোহিঙ্গা নাগরিকদের পাচারকালে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী কর্তৃক আটক করা হয়। জানা যায়, সাগরপথে অবৈধভাবে পাচারকালে তাদের ট্রলারে খাবার শেষ হয়ে যাওয়ায় ট্রলারটি উক্ত এলাকায় অপেক্ষামান আছে এবং ট্রলারে অবস্থিত রোহিঙ্গা নাগরিকদের অনেকেই মুমূর্ষু অবস্থায় পতিত হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক দিনভর উপুর্যুপরি অভিযানের পর ঐ এলাকা হতে ট্রলারটিসহ ২ জন মানবপাচারকারী সদস্য এবং ৫৮ জন রোহিঙ্গা নাগরিক (২০ জন পুরুষ, ২৮ জন নারী এবং ১০ জন শিশু) অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত রোহিঙ্গা নাগরিকদের মাধ্যমে জানা যায়, গত ৫ দিন আগে তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। এরপর তারা সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে মালয়েশিয়া গমনের উদ্দেশ্যে অন্য একটি ট্রলারের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু তাদের ট্রলারের ইঞ্জিনের জ্বালানি ও খাবার শেষ হয়ে গেলে পাচারকারীরা তাদের নির্যাতন শুরু করে। এমতাবস্থায় বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী তাদেরকে উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত ৫৮ জন মালয়েশিয়াগামী রোহিঙ্গা নাগরিকদের স্ব-স্ব রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তরও ট্রলারটিসহ ২ জন মানবপাচারকারীকে টেকনাফ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, মালয়েশিয়া নেওয়ার প্রলোভনে এসব রোহিঙ্গাদের ফাঁদে ফেলে দালালরা। তারপর তাদের দীর্ঘ সময় সাগরে ভাসমান রাখে দালাল চক্র। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করেছি।
উল্লেখ্য, গত এক মাসে কক্সবাজার উপকূল থেকে মালয়েশিয়া পাচারকালে তিন শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে বেশিরভাগই নারী ছিল। ২০১৫ সালের মতো আবারো মানব পাচারকারীরা সক্রিয় হওয়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন।
বিডি প্রতিদিন/ফারজানা