ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টাফ মো: সফি উল্লাহকে (৬০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে শহরের গাজীক্রস রোডের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সফি উল্লাহ সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামের সোলেমানের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে সফি উল্লাহর রুমমেট তারাবি নামাজ শেষে বাসায় এসে সফি উল্লাহর গলা কাটা লাশ দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।
ফেনীর পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সদর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল