নোয়াখালীতে এক গৃহবধূকে গণধর্ষণের ৪৮ ঘণ্টার মধ্যে ফের এক শিশুকে (৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ ওই শিশুকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের নানুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নোয়াখালী জেলা স্কুলের শিক্ষকের শিশু কন্যাকে একই বাড়ির মোশারেফ হোসেন (৬০) ধর্ষণ করে। পরে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও ডা. সৈয়দ আ. আজিম ভর্তির বিষয় নিশ্চিত করে বলেন ভিকটিমের চিকিৎসা ও পরীক্ষা নিরিক্ষা চলছে।
বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লা বলেন, বিষয়টি আমি জেনেছি, তবে এখনো মামলার জন্য কেউ আসেনি।
এরআগে গত বুধবার উপজেলার চানন্দী ইউনিয়নের চর আমানত পুর গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় তিন সন্তানের জননী এক গৃহবধূ।
বিডি প্রতিদিন/হিমেল