নাটোরে মোটর সাইকেল দুর্ঘটনায় হাফসা বেগম (২১) নামে এক গৃহবধূর প্রাণহানি হয়েছে। এসময় নিহতের স্বামী মিলন হোসেন (৩৬) আহত হয়। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে নাটোর-বাগাতিপাড়া সড়কের রামেসরপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফসাা বেগম বাগাতিপাড়া উপজেলার মাসিমপুর মহল্লার আলাউদ্দিন আলার পুত্রবধূ। শুক্রবার দুপুরে ৮ মাসের শিশু সন্তান তাহাকে বাড়িতে রেখে মিলন তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে খালার বাড়ি যাচ্ছিলেন। পথে সদর উপজেলার রামেসরপুর মোড়ে কুকুরের সাথে মোটরসাইকেলটি দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কা খায়; আর ঘটনাস্থলেই হাফসার মৃত্যু হয়।
নাটোর সদর থানার অফিসার ইনচার্চ (ওসি) কাজী জালালউদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/শফিক