মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট খাদ্য গুদামের চাল পাচারকালে হাতেনাতে দুইজনকে আটক করেছে পুলিশ। এঘটনায় জড়িতদের বিচারের দাবিতে স্থানীয়রা ও শ্রমিকরা বিক্ষোভ করেছে।
ঘটনার পরপরই; উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে বিক্ষুব্ধ জনতা টেকেরহাট খাদ্য গুদামের সামনে জড়ো হয়ে স্লোগান দিয়ে চাল পাচারকারীদের বিচার দাবি করেন।
জানা গেছে, মাদারীপুরের টেকেরহাট খাদ্য গুদামের সরকারি চাল দীর্ঘদিন ধরে টেকেরহাট গুদামের গুদামরক্ষক গাজী সালাউদ্দিনসহ কয়েক কর্মকর্তা-কর্মচারী যোগসাজসে পাচার করে আসছিল। শুক্রবার দুুপুরে গুদাম থেকে ফের চাল পাচারকালে স্থানীয়রা বিষয়টি টের পায়। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দিলে তিনি পুলিশ নিয়ে এসে সেলিম শেখ ও মমরাজ মৃধা নামে দুইজনকে আটক করে।
জিজ্ঞাসাবাদে আটকরা চাল পাচারের বিষয়টি স্বীকার করেছেন। তারা বলেন, খাদ্য গুদামের গুদামরক্ষক গাজী সালাহ উদ্দিনের নির্দেশে আমরা বস্তা থেকে চাল বের করছিলাম, আমরা এখানের কর্মচারী। আমরা তার চাকরি করি তাই তার হুকুম মানতে হয়েছে। তবে টেকেরহাট খাদ্য গুদামের গুদামরক্ষক গাজী সালাহ উদ্দিন চাল পাচারে জড়িত থাকার বিষয় অস্বীকার করেছেন।
তবে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন বলেন, আমরা চাল পাচারের সত্যতা পেয়েছি। এ ঘটনায় গুদাম সিলগালা করা হয়েছে। এখন জেলা প্রশাসকের অনুমতিক্রমে আগামীকাল তদন্ত কমিটি গঠন করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক