ঘূর্ণিঝড় ফণী’র তাণ্ডবে বিধ্বস্ত ঘর মেরামতের সহায়তা পেল পটুয়াখালীর কলাপাড়ার তিনটি ইউনিয়নের ৮১টি পরিবার। উপজেলার চম্পাপুর, লালুয়া ও ডালবুগঞ্জ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ঐ সব পরিবারের হাতে ঘর মেরামতের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা খ্রিস্টান এইড’র আর্থিক সহযোগিতায় বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিটি পরিবারের হাতে ১৪ হাজার চারশ টাকা তুলে দেয়া হয়।
ঘূর্ণিঝড় ফণী’র আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতারণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাকিবুল আহসান, বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন, রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, কৃষকলীগের উপজেলা শাখার সভাপতি আখতাউর রহমান হারুন, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার প্রমুখ।
বে-সরকারি উন্নয়ন সংস্থা আভাস সূত্রে জানা গেছে, আর্ন্তজাতিক দাতা সংস্থা খ্রিস্টান এইড’র সহায়তায় বে-সরকারি উন্নয়ন সংস্থা আভাস’র বাস্তবায়নে ‘ইমার্জেন্সি শেল্টার অ্যাণ্ড ওয়াশ রেসপন্স টু ইনশিউর প্রোটেকশন অব এডোলেসেন্ট গার্ল অ্যাণ্ড উইমেন এফেক্টেড বাই সাইক্লোন ফণী’ প্রকল্পের আওতায় উপজেলার চম্পাপুরে ২৩ টি, লালুয়ায় ৩৩ টি ও ডালবুগঞ্জে ২৫ টি পরিবারকে মোট ১১ লাখ ৬৬ হাজার চারশ টাকার সহায়তা দেওয়া হয়। ঘূর্ণিঝড় ফণী’র তাণ্ডবে এই ৮১ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।
বিডি-প্রতিদিন/শফিক