সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দরিদ্র মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছেন। ভিজিডি-ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহায়তার মাধ্যমে তাদের অধিকার নিশ্চিত করছেন। তাই দরিদ্র মানুষের সেই অধিকার তৃণমূল পর্যায়ে নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আর এই দায়িত্ব পালনে যারা অনিয়ম-দুর্নীতি করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না।
শনিবার দুপুরে মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরণ পরির্দশনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুজা, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম