বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার নলঘরিয়া গ্রামে নাঈম আহম্মেদ (১৭) নামে এক কিশোরকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে দুপচাঁচিয়া থানা পুলিশ কিশোর নাঈমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ বলছে- লাশের গলায় দাগ দেখা গেছে।
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ জানায়, দুপচাঁচিয়া উপজেলার তালোড়া নলঘরিয়া গ্রামের ওমর ফারুকের ছেলে শুক্রবার রাত প্রায় ৯টায় মায়ের মোবাইলে ফ্লেক্সিলোড দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি না ফিরলে অনেক খোঁজাখুজি করা হয়। পরের দিন শনিবার সকালে স্থানীয় লোকজন বাড়ি থেকে কয়েকশ ফুট দূরে একটি উচুঁ জমির উপর তার লাশ দেখতে পায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
বগুড়ার দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ধারণা করা হচ্ছে দুস্কৃতিকারীরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। প্রাথমিকভাবে তার গলায় দাগ দেখা গেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম