ঈদ পরবর্তী ঢাকাগামী পরিবহনগুলোতে টিকিটের অতিরিক্ত মূল্য রাখা ও কাউন্টারে মূল্যতালিকা প্রদর্শন না করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৬৫ হাজার টাকা জরিমানা দণ্ড আদায় করেছে।
শনিবার দুপুরে বগুড়া শহরের সাতমাথা এলাকায় অবস্থিত চারটি পরিবহন কাউন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এদিকে, অভিযানের প্রতিবাদ জানিয়ে মোটর শ্রমিক ও কর্মচারিরা কাউন্টারগুলো বন্ধ করে রাখে।
ঈদকে সামনে রেখে বাস কাউন্টারগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছিল। আগাম টিকিট বিক্রির নামে টিকিট সংকট সৃষ্টি করে বেশি টাকায় টিকিট বিক্রি করছিল বলে অভিযোগ উঠলে এই অভিযান পরিচালনা করা হলো।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুডার নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মোঃ তাজ উদ্দিন। তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় চারটি পরিবহনকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়।
বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি আখতারুজ্জামান ডিউক জানান, প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত দিয়ে অভিযান চালিয়েছে কাউন্টারে। এর প্রতিবাদ জানিয়ে মোটর শ্রমিকরা কাউন্টার বন্ধ রেখেছে। কতক্ষন বন্ধ রাখবে তা তিনি বলতে পারেননি।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ