টাঙ্গাইলের সখীপুরে গরীব ও অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে উপজেলা শহর ছাত্রলীগ। শনিবার পৌর এলাকার রকিব নগর আবাসিক এলাকার স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় পাঁচ শতাধিক লোকের মধ্যে চিনি, সেমাই, তৈল, সাবান ও দুধ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
শহর ছাত্রলীগের সভাপতি তানভীর সেলিমের সভাপতিত্বে ঈদ সমগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রনি আহমেদ, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিজারুল ইসলাম সাগর ও অন্যান্য নেতা-কর্মীরা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম