নোয়াখালীতে শিশু ধর্ষণের ঘটনায় মোশারেফ হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বেগমগঞ্জ মডেল থানা পুলিশ শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
এর আগে ভুক্তোভোগীর বাবা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মোশারেফ হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের নানপুর গ্রামের বাসিন্দা ও নোয়াখালী জেলা স্কুলের শিক্ষক বেলাল হোসেনের শিশু কন্যাকে একই বাড়ির মোশারেফ হোসেন (৬০) ধর্ষণ করে। পরে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও ডা. সৈয়দ আব্দুল আজিম ভর্তির বিষয় নিশ্চিত করে বলেন, ভিকটিমের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চলছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম