টাঙ্গাইলের সখীপুরে গরু উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৪ জনসহ ৭ জন আহত হয়েছেন। তবুও গরুটিকে বাঁচানো সম্ভব হয়নি। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার বাশারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
আহত লাইলী আক্তার (২০), সুজিরন (৪৫), জামাল (৫০), হাশেম (৫০), ঊর্মি আক্তার (১৩), হামিদ (৪০) ও নিলুফা আক্তারকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় দরিদ্র কৃষক হাশেম আলীর একটি গরু বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়।
আহতরা জানান, বাশারচালা জিতাশ্বরী এলাকার কলাকুবার বাইদ নামে একটি জমিতে সকালে গরু চড়াতে যান হাশেমের স্ত্রী সুজিরন। রাতে প্রচণ্ড ঝড়ের কারণে (বিপিডিবি) লাইনের একটি খুঁটির তার ছিড়ে মাটিতে পড়ে কয়েক সেকেন্ড বিদ্যুতায়িত হয়। এমন সময় গরুটি আকস্মিকভাবে মাটিতে পড়ে যায়। গরুটি উদ্ধার করতে গিয়ে স্ত্রী সুজিরন গরু ধরে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করতে গিয়ে স্বামী হাশেম আলীও লুটিয়ে পড়েন। এভাবে মেয়ে ঊর্মি আক্তার, ভাই জামাল ও প্রতিবেশী লাইলী আক্তার মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। এ দৃশ্য দেখে অন্যান্য কৃষকরা দৌড়ে এসে তাদের উদ্ধার করেন। বিদ্যুৎ খুবই অল্প সময় স্থায়ী থাকায় সবাই প্রাণে রক্ষা পেয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শামীমা আহমেদ বলেন, আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা এখন শঙ্কামুক্ত।
স্বাস্থ্য সহকারী কর্মকর্তা আবু রায়হান ফকির বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আহতরা হাসপাতালে আসা মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তারা এখন অনেকটাই ভালো।
উপজেলা সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ বিক্রয় ও বিতরন বিভাগ) মো. জামাত আলী আকন্দ বলেন, রাতের প্রচণ্ড ঝড়ে বিদ্যুতের তার ছিড়ে পড়ে যায়। সকালে বিদ্যুতের লাইন চেক করতে গিয়ে কয়েক সেকেন্ড বিদ্যুতায়নের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। লাইনটি সংস্কারের কাজ চলছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম