নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোর্ট ইউনিয়ন থেকে ১১ মামলার আসামি ও মাদক কারবারি মাসুদ আলম প্রকাশ ওরফে পোড়া মাসুদকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে, শুক্রবার গভীর রাতে নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুদ আলম ইসলামপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ইয়াবা বিক্রিকালে সন্ত্রাসী ও মাদক কারবারি পোড়া মাসুদকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একশ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার মাসুদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আরও দু’টি মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম