নাটোরে টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত দেড় শতাধিক পথশিশুর হাতে ঈদে নতুন পোষাক উপহার হিসেবে তুলে দিয়েছে লাল সবুজ উন্নয়ন সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার দুপুরে শহরের ঝাউতলা এলাকায় ঈদবস্ত্র বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্থার নাটোর জেলা শাখার সভাপতি শেখ রিফাদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার উপদেষ্টা অধ্যক্ষ শেখ মো. রকিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- নাটোর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দীন নাসিম ও গণমাধ্যমকর্মী মামুন খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন- সংস্থার সাধারণ সম্পাদক নাহিদ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আতিক, রিয়াদ, শিক্ষা সম্পাদিকা আফসানা নাসরিন মিম, সদস্য ঐশি, আকাশ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. রকিবুল ইসলাম বলেন, টিফিনের টাকা বাঁচিয়ে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা অত্যন্ত প্রশংসার বিষয়। এ সংগঠনের সদস্যরা মাদক, ইভটিজিং, বাল্যবিবাহর বিরুদ্ধে কাজ করে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও ঈদে টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত দেড় শতাধিক পথশিশুর মাঝে ঈদে নতুন পোষাক উপহার দেওয়ার যে কার্যক্রম তা সত্যিই প্রশাংসার দাবি রাখে।
উল্লেখ্য, লাল সবুজ উন্নয়ন সংঘ প্রতি দুইমাস অন্তর সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম করে আসছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম