লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান কামালকে (৪১) বাড়িতে জুয়া ও মাদকের আসর বসানোর দায়ে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে ভ্রাম্যমাণ বিচারক আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান এ করাদণ্ডদেশ দেন। কামাল ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া রসুলপাড়া গ্রামের ইসলাম মিয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, কামাল রাতে নিজ বাড়িতে জুয়া ও মাদকের আসর বসালে আদিতমারী থানা পুলিশের একটি দল শুক্রবার গভীর রাতে অভিযান চালায়। এসময় পুলিশে উপস্থিতি টের পেয়ে সব জুয়াড়ি পালিয়ে গেলেও বাড়ির মালিক কামালকে আটক করে পুলিশ। পরদিন শনিবার দুপুরে আটক যুবলীগ সভাপতি কামালকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করে ক্ষমা চাইলে নিজ বাড়িতে জুয়া ও মাদকের আসর বসার অপরাধে তাকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতিমধ্যে কামালকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম