গাজীপুরের কাপাসিয়ায় গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই সহোদরের মৃত্যু হয়েছে। শনিবার ঢাকা-রাণীগঞ্জ মহাসড়কের তেতুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাপাসিয়ার ফুলবাড়িয়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে সোবাহান (৫০) ও খোরশেদ (৩৩)।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ঈদের কেনাকেটা করতে বাড়ি হতে মোটরসাইকেলে করে দুই ভাই কাপাসিয়া বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে তেতুলিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে আঘাত লেগে ঘটনাস্থলেই দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার বলেন, ঈদের কেনাকাটা করতে গিয়ে একই সাথে দুইজনের মৃত্যু তাদের পরিবার ও এলাকাবাসী মেনে নিতে পারছে না।
বিডি প্রতিদিন/এনায়েত করিম