পিরোজপুরের কাউখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। শনিবার ইফতারির পরপরই কাউখালী প্রেসক্লাবের সামনে তার ওপর এ হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় বশিরকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন বশির জানান, ইফতারির পরপরই প্রায় ১০/১২ জন হঠাৎ করে প্রেসক্লাবে সামনে তার ওপরে হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা তাকে গুরুতর অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামানকে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার