ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় পারভীন বেগম (২৮) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যায় পৌরশহরের মুন্সেফপাড়া মহল্লার ‘খ্রীষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতাল’ নামে একটি বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটে।
পারভীন সদর উপজেলার বড়াইল ইউনিয়নের বড়াইল গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।
নিহতের স্বামী আলমগীর হোসেন জানান, “শুক্রবার (৩১ মে) সকাল ৭টার দিকে প্রসব বেদনা নিয়ে পারভীনকে খ্রীষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে ওই ক্লিনিকের পরিচালক ডা. ডিউক চৌধুরী পারভীনের সিজারিয়ান অস্ত্রোপচার করেন। পারভীন এক ছেলে সন্তানের জন্ম দেয়। অস্ত্রোপচারের পর মা-ছেলে দুজনই সম্পূর্ণ সুস্থ ছিল। ”
তিনি বলেন, “শনিবার বিকালে স্ত্রী পারভীনকে খাবার খাইয়ে লাইলাতুল ক্বদরের নামাজ পড়ার জন্য বাড়ির উদ্দেশে রওনা হই। বিকাল সাড়ে ৫টার দিকে ক্লিনিক থেকে ফোন করে বলা হয় পারভীনের অবস্থা আশঙ্কাজনক। দ্রুত আমাকে ক্লিনিকে আসার জন্য বলা হয়। কিছুক্ষণ পর আবার ফোন করে বলা হয় পারভীন মারা গেছে “
ভুল চিকিৎসায় পারভীনের মৃত্যুর অভিযোগ করে আলমগীর বলেন, “আমি ক্লিনিকে আসার আগেই তাড়াহুড়ো করে পারভীনের মরদেহ অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেয় ক্লিনিকের লোকজন।”
এ ঘটনায় তিনি ক্লিনিক কর্তৃপক্ষের শাস্তি দাবি করেছেন। খবর পেয়ে সদর থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পরিদর্শন করে।
তবে খ্রীষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের জরুরি চিকিৎসা কর্মকর্তা (ইএমও) অরুনেশ্বর পাল ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে জানান, হঠাৎ করে পারভীনের হৃদপিণ্ড ব্লক হয়ে গিয়েছিল। শ্বাস কষ্টের সঙ্গে পারভীনের বমিও হয়েছিল। চিকিৎসকরা তাকে বাঁচানোর জন্য সবধরনের চেষ্টা করেছেন।
বিডি প্রতিদিন/কালাম